প্রকাশিত: Fri, Dec 15, 2023 8:46 PM
আপডেট: Thu, May 15, 2025 6:59 PM

[১] বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্চিতোর প্রতিবাদে এমপির সংবাদ সম্মেলন

বড়াইগ্রাম(নাটোর): [] নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্চিতোর প্রতিবাদে নাটোর- (বড়াইগ্রাম-গুরুদাপুর) সংসদ সদস্য আলহাজ্ব ডা, সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংবাদ সম্মেলন করেছেন

[] শুক্রবার দুপুর ১২টা তার নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন

[] তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন আমি বুধবার নির্বাচনের বিষয় ঢাকা যাই এই সময় কে বা কাহারা মালিপাড়া মাদ্রাসায় গিয়ে নিয়োগ বিষয় অধ্যক্ষ কে জিম্মি করে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আবার তার পরের দিন বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলার শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে তাকে লাঞ্চিত কাগজপএ টেবিল হতে নিচে ফেলে দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই                                              

[] সংসদ সদস্য আরও বলেন, আমার নাম ভাঙ্গিয়ে এই ঘটনা যারা ঘটিয়েছে উপজেলা ভিডিও ফুটেজ আছে এদের সনাক্ত করে দ্রুত আইনের অওতায় নিয়ে এসে শাস্তির দাবী জানাই